তুরস্ক থেকে ফিরল বাংলাদেশি উদ্ধারকারী দল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 15:20:00

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এ সময় বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক তাদের বরণ করে নেন।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিনের নেতৃত্বে দলটি তুরস্কে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।দলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ জন সদস্য, ১০ জন চিকিৎসা এবং ১২ জন ফায়ার সার্ভিস কর্মী ছিলেন।

এ বিষয়ে আজ রাতে ঢাকা সেনানিবাসে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

গত ১৫ ফেব্রুয়ারি উদ্ধারকারী দলের সদস্যদের দেশে ফিরে আসার কথা ছিল। তবে তুরস্ক সরকারের অনুরোধে বাড়ানো হয় উদ্ধার অভিযানের মেয়াদ। সোমবার মধ্যরাতে আদানা বিমানবন্দর থেকে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে উদ্ধারকারী দলের সদস্যরা বাংলাদেশের পথে রওনা হন।

এ সম্পর্কিত আরও খবর