উত্তরের হিম বাতাসে বাড়তে পারে শীতের তীব্রতা

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক | 2023-08-27 06:24:51

ঢাকায় শীত ঝাঁকিয়ে বসতে আর দিন কয়েক বাকি। উত্তরের হিম শীতল বাতাস ধেয়ে আসছে রাজধানীর দিকে। জেট স্ট্রিমও বেশ সক্রিয়।

একাধিক আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস থেকে জানা যায়, ১৮ ডিসেম্বর নাগাদ ঢাকায় বৃষ্টিপাতে শীতের তীব্রতা বাড়িয়ে দিতে পারে।

আবহাওয়া নেটওয়ার্কের পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এটাই হবে এ মৌসুমের প্রথম বৃষ্টিপাত।

বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

অপরদিকে উত্তরের বাতাস এখন প্রতিদিনই সক্রিয় থাকবে। আর এ কারণে ঢাকার তাপমাত্রা হ্রাস পেয়ে গড়ে ১৪ ডিগ্রি দাঁড়াবে।

অ্যাকুওয়েদারের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৯ ডিসেম্বর থেকে শুরু করে বেশ কয়েকদিন সূর্যের দেখা মেলা কষ্টকর হবে। ৩০ ডিসেম্বর ঢাকার তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে সর্বনিম্ন ১৫ ডিগ্রি।

এ সম্পর্কিত আরও খবর