ভোটের চূড়ান্ত মহারণে সিলেট বিভাগের ১১৪ যোদ্ধা

সিলেট, জাতীয়

নূর আহমদ, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:31:47

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি। এ নির্বাচনে ভোটের মহারণে সিলেট বিভাগের ১৯টি আসনে লড়বেন ১১৪ প্রার্থী। মহাজোট ও ঐক্যফ্রন্টের বাইরেও একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন এ বিভাগে।

সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পরপরই শুরু হবে প্রচারণা। ১০ বছর পর সিলেটে ‘নৌকা’ ও ‘ধানের শীষ’ প্রতীকের উম্মাদনায় মাতবে ভোটাররা।

সিলেট জেলার ছয়টি আসনে চূড়ান্ত প্রার্থী যারা:

সিলেট-১ আসনে আওয়ামী লীগের ড. এ কে আব্দুল মোমেন, বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির ইউসুফ আহমদ, বাংলাদেশের বিপ্লবি ওয়ার্কাস পার্টির উজ্জল রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রনব জ্যোতি পাল, ইসলামী ঐক্যজোট (আইওজে) মুহাম্মদ ফয়জুল হক, বাংলাদেশ মুসলিম লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রেদওয়ানুল হক চৌধুরী।

সিলেট-২ আসনে জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী, বিএনপির তাহসীনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী, গণ ফোরামে মুকাব্বির খান, ইসলামী আন্দোলনের মো. আমির উদ্দিন, এনপিপির মনোয়ার হোসাইন ও বিএনএফ এর মোশাহিদ খান।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী, বিএনপির আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, জাতীয় পার্টির উসমান আলী, খেলাফত মজলিসের মো. দিলওয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আতিকুর রহমান ও ইসলামী আন্দোলনের এম এ মতিন বাদশা।

সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ, বিএনপির দিলদার হোসেন সেলিম, জাতীয় পার্টি আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির মনোজ কুমান সেন ও ইসলামী আন্দোলনের জিল্লুর রহমান।

সিলেট-৫ আসনে আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার, জাতীয় পার্টির আলহাজ্ব সেলিম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, গণফোরামের বাহার উদ্দিন আল রাজী, বাংলাদেশ মুসলিম লীগের শহীদ আহমদ চৌধুরী, ইসলামী আন্দোলনের মো. নুরুল আমিন, ইসলামী ঐক্যজোটের এম এ মতিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরী।

সিলেট-৬ আসনে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, বিএনপির ফয়সল আহমদ চৌধুরী, বিকল্পধারার শমসের মবিন চৌধুরী ও ইসলামী আন্দোলনের মো. আজমল হোসেন।

সুনামগঞ্জের পাঁচটি আসনে চূড়ান্ত প্রার্থী যারা:

সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতন, বিএনপির নজির হোসেন, জাকের পার্টির আমান উল্লাহ আমান, ইসলামী আন্দোলনের ফখর উদ্দিন, বাংলাদেশ মুসলিম লীগের বদরুদ্দোজা সুজা।

সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের জয়া সেনগুপ্তা, বিএনপির নাছির চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাশ, বাংলাদেশ মুসলিম লীগের মাহমুদ হাসান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল হাই এবং গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ। এই আসনে মোট প্রার্থী ৬ জন।

সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের এম এ মান্নান, জমিয়তে উলামায়ে ইসলামের এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মোঃ মাহফুজুর রহমান খালেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মুহিবুল হক আজাদ, জাকের পার্টির মো. শাহজাহান চৌধুরী ও বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ শাহ মোবাশ্বির আলী।

সুনামগঞ্জ -৪ আসনে বিএনপির মো. ফজলুল হক আসপিয়া, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আজিজুল হক, বাংলাদেশ মুসলিম লীগের আল হেলাল মো. ইকবাল মাহমুদ, ইসলাম আন্দোলন বাংলাদেশের তানভীর আহমদ তাসলিম, ম্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মো. দিলোয়ার।

সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিক, বিএনপির মো. মিজানুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির মো. আব্দুল মজিদ, গণ ফোরামের আইয়ুব করম আলী, খেলাফত মজলিসের মো. শফিক উদ্দিন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর মো. আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র মো. আশরাফ হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হোসাইন আল হারুন প্রতিদ্বন্ধিতা করবেন।

হবিগঞ্জের চারটি আসনে চূড়ান্ত প্রার্থী যারা:

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ড. রেজা কিবরিয়া, গণফোরাম (জাতীয় ঐক্যফ্রন্ট), শেখ সুজাত মিয়া (বিএনপি), গাজী মোহাম্মদ শাহনওয়াজ (আওয়ামী লীগ), আতিকুর রহমান আতিক (জাতীয় পার্টি), চৌধুরী ফয়ছল শোয়েব (বাসদ), জুবায়ের আহমদ (ইসলামিক ফ্রন্ট)।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মো. আব্দুল মজিদ খান (আওয়ামী লীগ), ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন (বিএনপি), শংকর পাল (জাপা), মাওলানা আবদুল বাসিত আজাদ, খেলাফত মজলিশ (জাতীয় ঐক্যফ্রন্ট), এজে মাসউদ হাসান (ইসলামী আন্দোলন চরমোনাইপীর), আফসার আহমেদ রূপক (স্বতন্ত্র) ও পরেশ চন্দ্র দাশ (এনপিপি)।

হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি (আওয়ামী লীগ), আলহাজ্ব জি কে গউছ (বিএনপি), মো. আতিকুর রহমান আতিক (জাপা), পীযুষ চক্রবর্তী (সিপিবি), মহিব উদ্দিন আহমেদ সোহেল (ইসলামী আন্দোলন চরমোনাই),

হবিগঞ্জ-৪ আসনে (মাধবপুর-চুনারুঘাট) অ্যাডভোকেট মাহবুব আলী এমপি (আওয়ামী লীগ), সৈয়দ মো. ফয়ছল (বিএনপি), আহমদ আব্দুল কাদের (খেলাফত মজলিশ (জাতীয় ঐক্যফ্রন্ট) ও সোলায়মান খান রব্বানী (ইসলামিক ফ্রন্ট) এবং শেখ শামসুল আলম।

এছাড়া মৌলভীবাজারের চারটি আসনে চূড়ান্ত ভোট যুদ্ধে লড়বেন ১৯ জন প্রার্থী। ২৪ জন বৈধ প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। সর্বশেষ ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এ সম্পর্কিত আরও খবর