সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস ও ২টি ট্রলার জব্দ

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 12:37:04

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস ও ২টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে বনবিভাগ। একদিনের ব্যবধানে চরখালী ও সিন্দুকবাড়ীয়া এলাকায় বন প্রহরীরা পৃথক অভিযান চালিয়ে এ মাংস ও জলযান আটক করে।

তবে অভিযানে চোরা হরিণ শিকারি কিংবা পাচারকারীদের কেউই আটক হয়নি।

বনবিভাগ জানায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকায় রোববার রাতে ও এর আগের দিন শনিবার দুপুরে একই রেঞ্জের সিন্দুকবাড়ীয়া এলাকায় পৃথক অভিযান চালায় বন প্রহরীরা। অভিযানকারীরা চরখালী এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংস ও ১টি ইঞ্জিন চালিত নৌকা ট্রলার এবং সিন্দুকবাড়ীয়া হতে ১০ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা ট্রলার জব্দ করে।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা মাংস ও নৌকা ফেলে দ্রুত বনের গহীনে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বনবিভাগ।

তবে পরিত্যাক্ত অবস্থায় মাংস ও নৌকা জব্দ করা হয়েছে বলে দাবী বনভিাগের।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন বলেন, একদিনে ব্যবধানে সুন্দরবনের অভ্যন্তর থেকে ৩০ কেজি হরিণের মাংস ও ২টি নৌকা ট্রলার জব্দের পর হতে চোরা শিকারিদের অপতৎপরতা রোধে টহল জোরদারের পাশাপাশি আরো বেশি সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর