ভারত সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-30 14:21:00

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতের অভ্যন্তর থেকে সারোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সারোয়ার হোসেন হালুয়াঘাট উপজেলার বেপারীপাড়া গ্রামের বাসিন্দা। সে পেশায় ভাড়াটিয়া মোটরসাইকেল চালক।

বুধবার (১৫ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার পূর্ব গোবড়াকুড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মরদেহ হস্তান্তর করা হয়।

কড়াইতলী বিজিবি ক্যাম্পের সুবেদার কেএম বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভিতরে বাংলাদেশি যুবকের মরদেহ পড়েছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে গিয়ে বিএসএফ'র পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের পর রাত ৯ টার দিকে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে বিএসএফ। মরদেহ হালুয়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, কিভাবে মারা গেছে তা জানাতে পারেননি তিনি।

গোবড়াকুড়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকরামুল হাসান খসরু বলেন, বিকাল তিনটার দিকে স্থানীয়রা জানায় পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভিতরে অর্ধেক বালিচাপা দেয়া অবস্থায় একজনের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও বিজিবিকে জানায়। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন। মরদেহ গাড়িতে তুলার সময় দেখেছি সারোয়ার হোসেনের গলাকাটা ছিল।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, নিহতের লাশ আজ রাতে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করেছেন। নিহতের গলা কাটা রয়েছে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর