কাস্টম হাউজে কাজ বন্ধ রেখে বিক্ষোভ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 09:19:39

কাস্টমস আনস্টাফিং এর হয়রানির প্রতিবাদে কাস্টম হাউজে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিএন্ডএফ এজেন্টস ও কর্মচারীরা।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেল চারটায় এ ঘটনা ঘটে।

এ সময় কাস্টম হাউজ চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করে সিএন্ডএফ এজেন্টসরা।

আন্দোলনের মুখে কাস্টমস কমিশনার ও এনবিআর (সদস্য) বৈঠকে বসেছেন সিএন্ডএফ এজেন্টস ও কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে।

সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন বার্তা২৪.কমকে বলেন, একটু সমস্যা হয়েছিল তা কমিশনারের বৈঠকে সমাধান হয়ে গেছে।

সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বার্তা২৪.কমকে বলেন, দ্রুত ফাইল ছাড়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। কাস্টম কমর্কর্তারা বিভিন্ন ফাইল দ্রুত ছাড়েন না। নানা অজুহাতে দীর্ঘসূত্রিতা করেন। সে জন্য আন্দোলন শুরু হয়েছিল। পরে কমিশনারের হস্তক্ষেপে সমাধান হয়ে যায়।

এ বিষয়ে কাস্টমস কমিশনার একেএম নুরুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, আনস্টাফিং এ একটু সমস্যা হয়েছিল। সেটি আমার সঙ্গে কথা বলার পর আমি সমাধান দিয়েছি। আমি সিএন্ডএফ এজেন্টস ও কমর্চারীদের বলেছি আন্দোলনের প্রয়োজন ছিল না, আমাকে জানালে আগেই সমাধান হয়ে যেত।

এ সম্পর্কিত আরও খবর