চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মিরণ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১০ ডিসেম্বর) বিকালে মোটর সাইকেল যোগে চাঁদপুর যাওয়ার পথে মহামায়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ৪ যাত্রী আহত হয়েছে।
নিহত যুবক হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ি সর্দার বাড়ির আবু তাহেরের ছেলে। সে হাজীগঞ্জ বাজারের গোল্ডেন হাসপাতালে চাকরি করতেন।
মিরণের পারিবারিক সূত্র ও শিক্ষক সফিকুর রহমান জানান, মিরণের স্ত্রীসহ একছেলে ও মেয়ে সন্তান রয়েছে। বিকালে চাঁদপুর যাওয়ার পথে মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে মারা যান তিনি।
এদিকে একইদিন বিকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের জিয়ানগর এলাকায় হাজীগঞ্জগামী সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ৪ জন আহত হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে দীপ্ত চন্দ্র দাস (১৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের কুলশী গ্রামের শ্যামল চন্দ্র দাসের ছেলে।
একই গ্রামে সুকুমার দাসের মেয়ে সুমিত্রা দাস (১৪), ছেলে সাগর দাস (২৪) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিমচর পাতা গ্রামের ভূষণ দাসের ছেলে মিথুন দাস (২৫) আহত হয়েছে। তারা সবাই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।