ময়মনসিংহের ১১ আসনে নির্বাচনী মাঠে লড়বেন যারা

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:02:08

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে লড়তে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৫৭ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সোমবার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

৫৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ১০ জন, বিএনপির ৯ জন, মহাজোটের জাতীয় পার্টির ২ জন ও দলীয়ভাবে জাতীয় পার্টির ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ জন, জাকের পার্টির ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৩ জন,  সিপিবির ২ জন, স্বতন্ত্র ২ জন এবং একজন করে প্রার্থী রয়েছে জাসদ (ইনু), ঐক্যফ্রট (গণফোরাম), ঐক্যফ্রন্ট (এলডিপি), এলডিপি, জেএসডি, মুসলিম লীগ তরিকত ফেডারেশন ও গণফ্রন্টের।

এদিকে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে সাবেক এমপি মেজর জেনারেল (অব) আব্দুস সালাম। মহাজোটের শরিক দল জাসদ থেকে মনোনয়ন না পেয়ে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।

এছাড়াও মহাজোটের বাইরে ময়মনসিংহ-৭ (মুক্তাগাছা) আসনে রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বর্তমান এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ডা. কে আর ইসলাম ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মোহাম্মদ হাসনাত মাহমুদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। 

প্রতীক বরাদ্দ পেলেন যারা-

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): জুয়েল আরেং (আ’লীগ-নৌকা), আলী আজগর (বিএনপি-ধানের শীষ) ও হুমায়ুন মো. আব্দুল্লাহ আল হাদী (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): শরীফ আহমেদ (আ’লীগ-নৌকা), মো. শাহ শহীদ সারোয়ার (বিএনপি-ধানের শীষ), মুফতি গোলাম মওলা ভূইয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা) ও মোহাম্মদ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র-সিংহ)।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর): নাজিম উদ্দিন আহামেদ (আ’লীগ-নৌকা), এম ইকবাল হোসেইন (বিএনপি-ধানের শীষ), গোলাম মোহাম্মদ (জাকের পার্টি-গোলাপ ফুল), হারুন আল বারী (সিপিবি-কাস্তে), মো. আয়ুব আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা) ও প্রাণেশ পন্ডিত (তরিকত ফেডারেশন-ফুলেরমালা)।

ময়মনসিংহ-৪ (সদর): রওশন এরশাদ (মহাজোট-লাঙ্গল), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি-ধানের শীষ) এমদাদুল হক মিল্লাত (সিপিবি-কাস্তে), মো. হামিদুল ইসলাম (এনপিপি-আম) ও মো. নাসির উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): কে এম খালিদ (আ’লীগ-নৌকা), মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি-ধানের শীষ), সালাহউদ্দিন আহামেদ মুক্তি (জাতীয় পার্টি-লাঙ্গল), মো. জহিরুল ইসলাম (জাকের পার্টি-গোলাপ ফুল), হাকিম মো. মঞ্জুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), সামান মিয়া (এনপিপি-আম) মো. মোস্তফা কামাল অ্যাডভোকেট (স্বতন্ত্র-সিংহ)।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): মো. মোসলেম উদ্দিন (আ’লীগ-নৌকা), শামছ উদ্দিন আহমদ (বিএনপি-ধানের শীষ), খন্দকার রফিকুল ইসলাম (জাতীয় পার্টি-লাঙ্গল), সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (জাসদ-স্বতন্ত্র-সিংহ), চৌধুরী মোহাম্মদ ইসহাক (জেএসডি-তারা) ও নুরুল আলম সিদ্দিকী (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল): রওশন এরশাদ (জাতীয় পার্টি-লাঙ্গল), মো. হাফেজ রুহুল আমিন মাদানী (আ’লীগ-নৌকা), ডা. মাহবুবুর রহমান (বিএনপি-ধানের শীষ) ও মো. আজিজুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): ফখরুল ইমাম (মহাজোট-লাঙ্গল), মাহমুদ হাসান সুমন (আ’লীগ বিদ্রোহী-সিংহ), এ এইচ এম খালেকুজ্জামান (গণফোরাম-ধানের শীষ), সাইফুদ্দিন আহাম্মেদ মনি (মুসলিম লীগ-হারিকেন), মো. হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. আব্দুল আল মামুন (এপিপি-আম) ও এম এ বাসার (এলডিপি-ছাতা)।

ময়মনসিংহ-৯ (নান্দাইল): আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ’লীগ-নৌকা), মেজর জেনারেল আব্দুস সালাম (আ’লীগ বিদ্রোহী-কুড়াল), খুররম খান চৌধুরী (বিএনপি-ধানের শীষ), মো. সাইদুর রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন-হাতপাখা), মো. শফিকুল আলম (জাকের পার্টি-গোলাপ ফুল), মোহাম্মদ হাসনাত মাহমুদ (জাতীয় পার্টি-লাঙ্গল)।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও): ফাহমী গোলন্দাজ বাবেল (আ’লীগ-নৌকা), সৈয়দ মাহবুব মোরশেদ (এলডিপি-ধানের শীষ), দ্বীন ইসলাম (গণফ্রন্ট-মাছ), মো. নুরুদ্দিন (এনপিপি-আম) ও মো. জয়নাল আবেদিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-১১ (ভালুকা): কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ’লীগ-নৌকা), ফকরুদ্দিন আহমেদ (বিএনপি-ধানেরশীষ), অ্যাডভোকেট আমানউল্লাহ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা) ও নাজমা আক্তার (জাকের পার্টি-গোলাপ ফুল)।

প্রতীক পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকেই প্রার্থী ও তাদের সমর্থকরা শুরু করে দেন নির্বাচনী প্রচারণা। প্রতীক নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে শোডাউনও করেছেন প্রার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর