পদ্মার দুই ইলিশ বিক্রি হলো সাড়ে ১৬ হাজার টাকায়

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-31 03:39:59

এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর দুটি ইলিশ বিক্রি হলো ১৬ হাজার ৩৮৪ টাকায়। স্থানীয় জেলেদের জালে ধরা পড়া ইলিশ দুটির ওজন ৪ কেজি ১৮০ গ্রাম।

শুক্রবার ( ৩১ মার্চ) সকালে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকায় জেলে সদেশ হালদারের জালে ইলিশ মাছ দুটি ধরা পড়ে।

জানা যায়, দৌলতদিয়া ফেরী ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে মাছ দুটি মোট ১৫ হাজার ৮৮৪ টাকায় ক্রয় করেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ইলিশ দুটি ১৫ হাজার ৮৮৪ টাকায় ক্রয় করে বেলা ১১টার দিকে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে রাজধানী ঢাকায় এক ক্রেতার কাছে ৫০০ টাকা লাভে মোট ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি করেছি।

এর আগে বুধবার (২৯ মার্চ) ভোরে দৌলতদিয়া ঘাটের ৭ নং ফেরি ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ধরা পড়ে ১ কেজি ৯০০ গ্রাম ও শুধু ৯০০ গ্রাম ওজনের দুটি পদ্মার ইলিশ। সেই মাছ দুটি দৌলতদিয়ার রওশন আড়তদারের কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রামেরটা ৩ হাজার ২০০ টাকা কেজি এবং ৯০০ গ্রাম ওজনের মাছটি ১ হাজার ৬০০ টাকা দরে কিনে নিয়ে আসে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

পরে একশো টাকা লাভে ৩ হাজার ৩০০ টাকা ও ছোটটা ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে চান্দু মোল্লা।

এ সম্পর্কিত আরও খবর