বাদশার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ মিনুর

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:44:17

নির্ধারিত আকারের চেয়ে বড় ফেস্টুন টাঙানোয় রাজশাহী-২ (সদর) আসনে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে মিনুর হয়ে তার প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আবদুল কাদেরের কাছে এ অভিযোগ দেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ২ দশমিক ৫ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থের ফেস্টুন টাঙানো যাবে। এটি নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারিত আকারের চেয়ে বড় ফেস্টুন টাঙিয়েছেন। এটি নির্বাচনী আচরণবিধিমালার ধারা-৭ (৩) লঙ্ঘন। বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মিজানুর রহমান মিনু।

অভিযোগের বিষয়ে রাজশাহীর সহকারী কমিশনার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বলেন, ‘তদন্ত করে নির্বাচন কমিশন এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এ সম্পর্কিত আরও খবর