দ্বিতীয় ওভারেই ঘটলো দুর্ঘটনা। পায়ে চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন ওপেনার লিটন দাস। থমাস ওসানের বল লেগস্ট্যাম্পের ওপর পড়েছিলো। সেই বলে ডানপায়ের গোড়ালিতে চোট পান লিটন দাস।
ইর্য়কার লেন্থে আসা বলটা সরাসরি তার গোড়ালিতে লাগে। ব্যথায় কুঁকড়ে পড়েন লিটন দাস। প্যাড খুলে খানিকক্ষণ তার শুশ্রুষা চলে। কিন্তু পায়ের ওপর ভর দিয়ে দাড়াতেই পারছিলেন না লিটন। বাধ্য হন মাঠ ছাড়তে। স্ট্রেচারে শুয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। খেলার তখন মাত্র ৯ বল শেষ হয়েছে। লিটনের স্কোর ছিলো ৭ বলে ৫ রান। তার পরিবর্তে ব্যাটিং করতে নামেন ইমরুল কায়েস।
চোট নিয়ে যে ভঙ্গিতে লিটন দাস মাঠ ছাড়েন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা কম।
সিরিজের প্রথম ম্যাচে লিটন দাস করেছিলেন ৪১ রান।