১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, ক্ষতি ৭৫ কোটি টাকা

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 19:49:57

হবিগঞ্জের মাধবপুরে নয়াপাড়ায় সায়হাম টেক্সটাইল মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এ আগুন প্রায় ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় ৭৫ কোটির টাকা পরিমাণ ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় সায়হাম টেক্সটাইলের ভাইস চেয়ারম্যান সৈয়দ সাফখাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অগ্নিকাণ্ডে ১৬ হাজার বেল তুলাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

এর আগে সোমবার রাত ২টার দিকে ওই প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ১২ ঘণ্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুর ২টার দিকে আগুনের ভয়াবহতা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সন্ধ্যার পর।

সায়হাম টেক্সটাইল মিলের প্রকৌশলী রেজা আহমেদ জানান, রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস টিম আসে। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও সিলেট ফায়ার সার্ভিসের টিম। ফায়ারর সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ১৬ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে, খবর পেয়ে হবিগঞ্জের ডিসি মাহমুদুল কবীর মুরাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর