চট্টগ্রাম কাস্টমসে কাজ বন্ধ রেখে কলম বিরতি

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:09:10

তামাবিল স্থল বন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তার ওপর বিজিবি সদস্য কর্তৃক হামলার প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমসে কাজ বন্ধ রেখে কলম বিরতি পালন করেছেন কর্মকর্তারা।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

কলম বিরতি কর্মসূচি পালনকালে সিএনএফ এজেন্টসদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। এ ব্যাপারে পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ওয়ারিসা এন্টারপ্রাইজের মালিক সরওয়ার আলম খান বার্তা২৪.কমকে বলেন, সকাল থেকে কর্মকর্তারা কাজ না করায় আমরা মালামাল ছাড় নিতে অনেক পিছিয়ে পড়েছি।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার এ কে এম নুরুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, বিজিবি কর্তৃক হয়রানির প্রতিবাদে চার ঘন্টা কলম বিরতি পালন হয়েছে। কিন্ত দুপুর ১টা থেকে কাজ শুরু হওয়ায় তেমন সমস্যা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর