সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশে পুলিশের বাধা

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:19:55

সিলেটের হযরত শাহজালাল (রহ:) এর মাজার প্রাঙ্গণে সমাবেশ করতে পুলিশি বাধার মুখে পড়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সমাবেশের জন্য তৈরি করা ছোট মঞ্চ ও এর আশেপাশে স্থাপন করা মাইক খুলে নিতে ঐক্যফ্রন্ট নেতাদের বাধ্য করেছে পুলিশ।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে নেতাকর্মীদের মঞ্চ ও মাইক খুলে নিতে বাধ্য করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমতি ছাড়া মাইক ব্যবহার করা যাবে না। দরগাহ প্রাঙ্গণে ফ্রন্টের শীর্ষ নেতাদের জন্য করা ছোট মঞ্চেরও অনুমতি নেই।’

অপরদিকে বিমানের সিডিউল বিপর্যয়ের কারণে শীর্ষ নেতাদের সিলেট পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানান ফ্রন্টের স্থানীয় নেতারা।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দের সিলেটের কর্মসূচি দফায় দফায় পরিবর্তন হচ্ছে। বুধবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি গ্রহণ ও স্থগিত হয়েছে কয়েক দফায়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক জানান, মাজার জিয়ারতের পর নেতৃবৃন্দ সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ ও দক্ষিণ সুরমার মোগলাবাজারে পথসভা করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে গণসংযোগ করবেন।

এ সম্পর্কিত আরও খবর