চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শনিবার

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 11:16:00

নগরীর কর্ণফুলীর পাড়ে বন্দরের মাঠে শুরু হচ্ছে পঞ্চম ‘বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা’-বিআইটিএফ।

শনিবার (১৫ ডিসেম্বর) মেলাটির উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমান সংবাদ সম্মেলনে তথ্য জানান।

তিনি বলেন, বিদেশের বাজারে রফতানি বাড়ানোর ক্ষেত্রে এ মেলার গুরুত্ব অপরিসীম। এ মেলা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিএমসিসিআইর পরিচালক লায়ন হাকিম আলী, ডা. রমিজ উদ্দিন, মো. আমিনুজ্জামান ভূঁইয়া, আবদুল আউয়াল, মাহমুদ রাসেল, দিদারুল আলম, এম সোলায়মান প্রমুখ।

বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলাটি এবার ২০ হাজার বর্গমিটারজুড়ে বসবে। মেলায় সিসিটিভি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, কিডস জোন, পানির ফোয়ারা, ওয়াচ টাওয়ার থাকবে। থাকবে সাংবাদিকদের জন্য একটি মিডিয়া সেন্টারও।

মেলার প্রবেশ রাখা হয়েছে জনপ্রতি ১০ টাকা।

এ সম্পর্কিত আরও খবর