চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:53:54

ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়ি রেলস্টেশনের আউটারে একটি ব্রিজের মেরামত কাজের জন্য ৬ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে মেরামত কাজ শেষ করে বিকেল সোয়া ৫টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, গত কয়েকদিন যাবৎ কসবা উপজেলার ইমামবাড়ি রেলস্টেশনের উত্তর পাশের আউটারের একটি ব্রিজে ফাটল দেখা দেয়। এতে করে ওই পথে ঝুঁকি নিয়ে চলাচল করছিল ট্রেনগুলো। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসলে তারা এটি মেরামত করার জন্য উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১টা থেকে রেলওয়ে কর্তৃপক্ষ ব্রিজটির মেরামত কাজ শুরু করে।

বিকেল সোয়া ৫টার দিকে ব্রিজটির মেরামত কাজ শেষ করে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু করে। বর্তমানে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর