জামায়াতের অংশগ্রহণে সংশয় ব্রিটিশ হাইকমিশনের

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:37:11

দলীয় নিবন্ধন হারানোর পরে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ব্যবহার করে নির্বাচন করছে জামায়াতে ইসলামী। বিশ দলীয় জোটে দরকষাকষিতে বেশ কয়েকটি আসন ভাগিয়ে নিয়েছে জামায়াত। এরপরেও দলটির অংশগ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছে ব্রিটিশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আবু জাকি।

বুধবার (১২ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান নওফেলের সাথে আবু জাকি সৌজন্য সাক্ষাতে উদ্বেগের বিষয়টি উঠে আসে।

সাক্ষাতে আবু জাকি নির্বাচনে জামায়াতের কোনো প্রভাব পড়বে কিনা জানতে চান নওফেলের কাছে। নওফেল জামায়াতের রাজনৈতিক কার্মকাণ্ড সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক শাখার প্রধানকে অবহিত করেন।

 

এরপরে সন্ধ্যায় আবু জাকি চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদের বাসভবনে যান।

নগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪কে জানান, সাক্ষাতে আবু জাকি নির্বাচনের পরিবেশ বিষয়ে আমির খসরুর কাছে জানতে চান। এ সময় খসরু তাকে নির্বাচনের হালচাল অবহিত করেন। ৩০ ডিসেম্বর সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশার কথা জানান আবু জাকি।

এ সম্পর্কিত আরও খবর