‘চাঁদপুর-৪ বিএনপির ঘাঁটি কথাটি ডাহা মিথ্যা’

চট্টগ্রাম, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-28 04:09:14

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির ঘাঁটি কথাটি ডাহা মিথ্যা বলে দাবি করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান। বুধবার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই দাবি করেন তিনি। এর পূর্বে তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান বলেন, ‘অনেকেই বলেন ফরিদগঞ্জ বিএনপির ঘাঁটি। যা ডাহা মিথ্যা কথা। আমি দুই বার নির্বাচন করতে গিয়ে দেখেছি। শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ও ঐক্যবদ্ধ হলে এবং জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরতে পারলে আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘বঙ্গকন্যা শেখ হাসিনা কতটা জনপ্রিয় তা আমেরিকা একটা জরিপে প্রমাণ মিলেছে, শেখ হাসিনার জনপ্রিয়তা বাংলাদেশে ৬৬% আর আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬২%। এশিয়ার ভেতরে একজন সৎ মানুষ শেখ হাসিনা। তাই আমি তার রাজনীতি করি। সারাদেশে আমাদের সকল উন্নয়ন কাজ শেষ করতে হলে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারীর সভাপতিত্বে সাংবাদিকদের মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুহম্মদ শফিকুর রহমান বলেন, ‘প্রায় ৫৩ বছর ধরে আমি সাংবাদিকতা করেছি। সাংবাদিকতা করতে গিয়ে সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে মিশে জনসেবা করার মনোবৃত্তি নিয়ে ২০০১ সালে এবং ২০০৮ সালে পর পর দুই বার ফরিদগঞ্জ থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেই। ওই দুইটি নির্বাচনে আমি কেন ও কিভাবে হেরেছি, তা আপনারা সকলেই জানেন। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবারও ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছেন। তাই আমি এবার আর ভুল করতে রাজী নয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচিত হলে আগামী ৫ বছরে ফরিদগঞ্জকে মাদকমুক্ত ও দুর্নীতি মুক্ত করতে কাজ করবো।’

বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের সকলের প্রতীক একটাই নৌকা। এই নৌকার বিজয়ের জন্য যা যা করার দরকার করতে প্রস্তুত আছি। আমি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১০টি সংগঠন দাঁড় করিয়েছি। আমি সকল সংগঠনকে বলবো আগামী নির্বাচনে এক হয়ে কাজ করতে হবে।’

উপজেলা প্রাথমিক বিদ্যালয় সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর  হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, পৌর মেয়র মাহফুজুল হক প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর