নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও উৎপাদন বাড়াতে হবে : জ্বালানি উপদেষ্টা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-24 21:20:29

ভবিষ্যত পৃথিবীর সাথে তাল মেলাতে  হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও উৎপাদন বাড়াতে হবে – বলেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮ তম নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ও গ্রীন এক্সপো'র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, নবায়নযোগ্য শক্তিকে আরো আধুনিক ও সহজলভ্য করার ওপরও আরো জোর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, জ্বালানি খাতে কারো অনুসারী হলে হবে না। সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনীর মাধ্যমে অন্যদের দিশারি হতে হবে। অনুষ্ঠানে কৃষিতে সৌরশক্তি ও ভবনে নবায়যোগ্য বিদ্যুত এবং জ্বালানির গুরুত্ব তুলে ধরেন তিনি। এছাড়া বিজ্ঞানভিত্তিক সামাজিক শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার বিষয়েও পরামর্শ দেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর