ফল উৎসব: ৮২ ধরনের মৌসুমি ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয়

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-31 21:02:01

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সঙ্গে আবহমান বাংলার মৌসুমি ফলের পরিচয় করিয়ে দিতে গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ জুন) লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল প্রাঙ্গণে ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যেগে ১৭ টি স্টলে আম, লিচু, জাম, কাঁঠাল, জামরুল, পেঁপে, তালের শাস, কামরাঙাসহ প্রায় ৮২ ধরনের মৌসুমি ফল স্থান পায়। মৌসুমি ফলের মেলায় বিদ্যালয়ের ৪৬৫ জন শিক্ষার্থী ছাড়াও স্থানীয় দর্শনার্থীরা ভিড় করে।

উক্ত ফল পরিচিতি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংগৃহীত ৮২ রকমের মৌসুমি ফলের নাম, ইংরেজি নাম, পুষ্টিগুণ, খাওয়ার উপকারিতা ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের মৌসুমি ফল খাওয়ানো হয়।

নাম জানা-অজানা হরেক রকমের মৌসুমি ফলের সমাহার দেখে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অনেকে দীর্ঘদিন পরে বাল্যকালের অতিচেনা ফল দেখে স্মৃতিকাতর হয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।

বিদ্যালয়ের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব প্রমুখ। সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম সুমন এর সঞ্চালনায় এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নন্দন ফাউন্ডেশনের পরিচালক রাজু আহমেদ।

এসময় ৪ টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের সেরা ৪টি স্টলকে পুরুস্কৃত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর