চার দফতরে নতুন সচিব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 12:51:46

ধর্ম মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে সচিব এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) পদে রদবদল এনেছে সরকার।

তাদের মধ্যে তিন সচিবকে বদলি করা হয়েছে। আর একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।

সোমবার রাতে বদলি ও পদোন্নতির আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব), বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে ধর্ম মন্ত্রণালয়ে এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে, অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেককে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।

এ সম্পর্কিত আরও খবর