বগুড়ায় মির্জা ফখরুলের গণসংযোগ

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:01:52

বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী কর্মিসভা করেছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বগুড়া পৌর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন মির্জা ফখরুল। এর আগে সকালে কর্মীদের নিয়ে সভা করেন তিনি।

স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে মির্জা ফখরুল বগুড়া শহরের ১ম বাইপাস  মহাসড়কের তিনমাথা রেলগেট, চারমাথা বাস টার্মিনাল,মাটিডালী মোড়, ২য়  বাইপাস মহাসড়কে ফনীর মোড়, সাবগ্রাম, নাটাইপাড়া বৌবাজার, কলোনী, খান্দার, জলেশ্বরী তলা,মফিজ পাগলার মোড়,হাকির মোড় ও ফুলবাড়ি এলাকায় গনসংযোগ করেন।

গণসংযোগকালে এই প্রতিবেদকের কথা হয় ফনীর মোড় এলাকার আব্দুস সামাদ, রিয়াজুল, কাজেম উদ্দিন ছাড়াও বেশ কয়েকজন ভোটারের সঙ্গে। তারা জানান, ১০ বছর আগে তারা ভোট দিয়েছিলেন। এর পর আর সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। এবার ভোট দিতে চান তারা।

সাবগ্রাম এলাকার বিএনপির নারী কর্মী শিরিন আকতার, সুরাইয়া সুলতানা, জমিলা, নার্গিস বেগম একযোগে বলেন, ‘বগুড়া সদর খালেদা জিয়ার আসন। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেই জয়লাভ নিশ্চিত। বগুড়া সদরের ভোটাররা মার্কা দেখে ভোট দেয়। এখানে ব্যক্তি কোনো বিষয় না।’
ভোটারদের সামনে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিতে হবে। সারাদেশেই খালেদা জিয়ার মার্কা ধানের শীষ।’

তিনি বলেন, ‘মানুষ আজ আওয়ামী লীগের উপর কতটা অতিষ্ট, তা সভা দেখেই বোঝা যাচ্ছে। দলে দলে মানুষ আজ ধানের শীষের শ্লোগান দিচ্ছে। শুধু বগুড়া নয়, সারা দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না।’

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বার্তা২৪কে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বগুড়ায় থাকবেন। শনিবার তিনি নির্বাচনী এলাকার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করবেন।

এ সম্পর্কিত আরও খবর