বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 12:52:34

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ১১০ জনকে পদোন্নতি পূর্বক অনারারি কমিশন প্রদান করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর ৩৩ জনকে অনারারি ক্যাপ্টেন ও ৫৭ জনকে অনারারি লেফটেন্যান্ট এবং নৌবাহিনীর ২০ জনকে মাস্টার চিফ পেটি অফিসকে (এমসিপিও) অনারারি কমিশন প্রদান করা। এ পদোন্নতি ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

শনিবার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি পাওয়া সদস্যরা হলেন- অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. আব্দুস সাত্তার, আর্মড; অনারারি লেফটেন্যান্ট (ড্রাইভার) মোহা. সেলিনুর রহমান, আর্মড; অনারারি লেফটেন্যান্ট (গানার) আবু জাফর মাহমুদ, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (টিএ) মো. সিদ্দিকুর রহমান আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (টিএ) মে. গোলাম মোস্তফা, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (গানার) মো. বশির আহম্মেদ, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (গানার) মো. মিনহাজ উদ্দিন, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. মনির হোসেন, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. মহিদুল মাওলা, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (কার্পেন্টার) মো. ইউসুফ আলী, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (করণিক) ফকির মো. আবুল বাশার, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ডিএমটি) মো. বশীর উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. জিয়াউল ইসলাম, সিগন্যালস; অনারারি লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. ইউসুফ আলী, সিগন্যালস; অনারারি লেফটেন্যান্ট (এফঅবএস) মো. শাহ আলম, সিগন্যালস; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. আব্দুল বাতেন, ই বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট(জিডি) মো. মোখলেছার রহমান, ই বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মোহা. শামসুজ্জোহা খাঁন, ই বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. আবুল বাশার খায়রচল আলম, ই বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. মফিজুল ইসলাম, ই বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. আনিসুজ্জামান, বীর; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. শফিকুল আলম, বীর; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মোহা. মসলেম উদ্দিন, বীর; অনারারি লেফটেন্যান্ট(জিডি) মো. বাহারচল আলম, বীর; অনারারি লেফটেন্যান্ট (এমটি) মো. আব্দুস সালাম, এএসসি; অনারারি লেফটেন্যান্ট (এমটি) মো. ইমাদুল হক হাওলাদার, এএসসি; অনারারি লেফটেন্যান্ট (এসএমএস) জি এম কবিরচল ইসলাম, এএসসি; অনারারি লেফটেন্যান্ট (এসএমএস) মো. মনিরচল ইসলাম, এএসসি; অনারারি লেফটেন্যান্ট (জিডি) কাজী মাহমুদুর রহমান, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. আমির হোসেন, সিএমপি; অনারারী লেফটেন্যান্ট (শিক্ষা জেসিও) মো. লোকমান হোসেন, এইসি; অনারারি লেফটেন্যান্ট (এমএ) শেখ আনিচুর রহমান, এএমসি; অনারারি লেফটেন্যান্ট (আইসিএ) মো. মহিদুল ইসলাম, এএমসি;

সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- মাস্টার ওয়ারেন্ট অফিসার (ড্রাইভার) শিবনাথ বিশ্বাস, আর্মড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (অপারেটর) মোহাম্মদ কামাল হোসেন, আর্মাড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. ফিরোজ খাঁন, আর্মড; মাস্টার ওয়ারেন্ট অফিসার(গানার) মো. ফেরদৌস মিয়া, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) মো. আকতার হোসেন, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) মো. বাহার আলম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) মো. আবুল কাশেম ভুইয়া আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) মো. আবুল কালাম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. ওয়াজেদ আলী, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো. জাহাঙ্গীর আলম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. হেলাল উদ্দিন, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. মোজাম্মেল হক, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ড্রাফট্সম্যান) মো. এনায়েত হোসেন, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এই) মো. নুরচল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওবিএম) মো. আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো. মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার( করণিক) মো. জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার( ওয়াইঅবএস) শরীফ গোলজার রহমান, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো. এমদাদুল হক, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো. হান্নান মিয়া, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) কে এম রফিকুল ইসলাম, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আবদুল লতিফ, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. ছফি উল্লাহ, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি), মো. ইয়াকুব আলী, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ লুৎফর রহমান, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহা. আব্দুল মান্নান, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. নুরচল ইসলাম প্রামাণিক, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. ইসমাইল ভূঞা, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. সাদেকুর ইসলাম খন্দকার, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. মনিরচল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.বকুল হোসেন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. হেদায়েতুল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. শফিকুল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. হুমায়ুন কবির খান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) জসিম উদ্দিন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. খাইরচল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার(জিডি) রমেন্দ্র নাথ বিশ্বাস,বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) বাদল কুমার রায়, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) সৈয়দ মো. আব্দুল হাদী সরকার, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মো. মিনারচল ইসলাম, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার(এমটি) মো. মহিবুল্লাহ মিয়াজী, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মো. আবুল কাশেম মিয়াজি, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আব্দুল মান্নান খান, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মোহাম্মদ হাদিছুর রহমান, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মো. আনোয়ার হোসেন, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. ইউনুচ আলী, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি) মো. নুরচল ইসলাম (মন্টু), ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (পেইন্টার) মো. মনিরচল ইসলাম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার এএ(এসি) মো. কায়কোবাদ ইসলাম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএগান) মো. রমিজ উদ্দিন, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার(ডিডবি­উ) মো. মিজানুর রহমান, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (শিক্ষা জেসিও) মো. আনছার আলী, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) মো. সাঁছি মিয়া, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) মো. গোলাম মোস্তফা, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডিএ) এস এম জিয়াউর রহমান, এএমসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (আইসিএ) এস এম রফিকুল ইসলাম, এএমসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেডি:এ্যাসি) মো. সফিকুল ইসলাম,এএমসি ।

এদিকে বাংলাদেশ নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মোহাম্মদ মতিয়ার রহমান, এমসিপিও (এক্স)(পিটি-১); মোহাম্মদ বাকী বিল্লাহ, এমসিপিও (ই); এস এম ইকবাল হোসেন, এমসিপিও (এক্স)(এসআর-১); মোহাম্মদ দাউদ হোসেন, এমসিপিও (এক্স)(জিআই); মোহাম্মদ আব্দুল ওয়াহাব খলিফা, এমসিপিও (ও/ই),এনপিপি; মোঃ আবুল কালাম আজাদ, এমসিপিও (এস/ডবি­উ); মোঃ আবুল কালাম আজাদ, এমসিপিও (এক্স)(পিআরআই); মোহাম্মদ ফজলুল করিম মজুমদার, এমসিপিও (এক্স)(কিউআরপি-১); মোহাম্মদ আবদুল মালেক, এমসিপিও (রেগ); মোহাম্মদ রেজাউল করিম, এমসিপিও (আর); কবির আলম খান, এমসিপিও (এক্স)(জিএ-১); মোহাম্মদ শহিদুল ইসলাম, এমসিপিও (এস); মোহাম্মদ আমিনুল ইসলাম সিকদার, এমসিপিও (এক্স)(জিএ-১),এনপিপি; মোহাম্মদ আব্দুল হান্নান দেওয়ান, এমসিপিও (এল); নুর সালাম মোহাম্মদ সাদিকুল ইসলাম, এমসিপিও (আর), এনইউপি; এস এম সাজ্জাদুল আলম, এমসিপিও (এক্স)(এফসি-১); মোহাম্মদ হাফিজুর রহমান, এমসিপিও (কম); মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ, এমসিপিও (এল); মোহাম্মদ আক্তারেজ্জামান, এমসিপিও (এক্স)(সিডি-১);মোহাম্মদ রেজাউল করিম, এমসিপিও (এক্স)(কিউএ-১)।

এ সম্পর্কিত আরও খবর