বিজয় দিবসে বগুড়া পুলিশ লাইন্সে ভিন্নধর্মী অনুষ্ঠান

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 14:41:44

মহান বিজয় দিবসে বগুড়ায় ব্যতিক্রম ধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাকের উদ্যোগে ২০০ পথশিশুকে আমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে।

রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সের শহীদ মছির উদ্দিন মঞ্চে একত্রিত করা হয় সুবিধাবঞ্চিতে শিশুদের। আর এ ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের উদ্যোগক্তা ছিলেন পুনাক বগুড়া জেলা শাখার সভানেত্রী রোমান আশরাফ।

অনুষ্ঠানে তিনি মহান বিজয় দিবস নিয়ে পথশিশুদের সঙ্গে আলোচনা করেন এবং জাতীয় পতাকার মর্যাদা সর্ম্পকে বর্ণনা করেন। এরপর পথশিশুদের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম ছাড়াও উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, এ ধরনের আয়োজন এর আগে কখনো হয়নি। পুনাক সভানেত্রীর ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে তিনি নিজ উদ্যেগে এ আয়োজন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর