শ্রদ্ধা ও ভালোবাসায় ভৈরবে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-09-01 15:42:06

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালোবাসায় ভৈরবে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী সরকারী-বেসরকারি উদ্যোগে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচী।

রোববার (১৬ ডিসেম্বর) সকাল ০৬টা ৩৫ মিনিটে ৩১ বার তোপধ্বনি আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে ভৈরবে মহান বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়।

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাষ্কর্য ‘দুর্জয় ভৈরব’ পাদদেশে ভৈরববাসীর পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের অগণিত শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও  শিক্ষা প্রতিষ্ঠান।

এরপর সকাল সাতটার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচরের বধ্যভূমিতে গণকবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। পরে শহীদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টার দিকে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশ গ্রহণে শরীরচর্চা ও মার্চপাস্ট কর্মসূচী।

এ সময় ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন , ওসি মো: মোখলেছুর রহমান ।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শিশু-কিশোর সংগঠনের সদস্যরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন।

এ সম্পর্কিত আরও খবর