রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 09:07:48

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) দুপুরে রংপুর মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

এর আগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি শান্ত হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিএনপি নেতারা বলেন, মিডিয়ার মাধ্যমে দেশবাসী সব জেনে গেছে। অথচ সরকার বিএনপি নেতাদের নামে দোষ চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আগুন-সন্ত্রাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। তারাই সংঘবদ্ধভাবে হামলা, নির্যাতনের পাশাপাশি জ্বালাও-পোড়াও চালিয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, পুলিশ আমাদেরকে কোনো কর্মসূচি করার অনুমতি দেয় না। তাই আমরা আর তাদের অনুমতির অপেক্ষায় থাকি না। আজকের বিক্ষোভ সমাবেশের জন্য অনুমতি ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে পুলিশ আমাদের বাধা দেয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, তারা (বিএনপি) সমাবেশের জন্য অনুমতি নেয়নি। সড়কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এজন্য তাদেরকে সরে যেতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর