নেত্রকোনায় ৩৬ টাকা দরে চাল কিনবে সরকার

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 18:16:15

এবার চলতি আমন মৌসুমে হাওরাঞ্চল নেত্রকোনার মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১৭ হাজার মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার।

এরই অংশ হিসেবে সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদর খাদ্যগুদামে চাল সংগ্রহ (ক্রয়) কার্যক্রমের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সামছুদ্দিন, কারিগরি খাদ্য পরিদর্শক এসএম সালাহ্ উদ্দিন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদর) খন্দকার মুনতাসির মামুন, এরশাদুর রহমান খান (ঠাকুরাকোণা), চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহাসহ অন্যরা।

খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া জানান, `জেলার ১০ উপজেলা থেকে চলতি মৌসুমে ১৭ হাজার মেট্রিক টন আমন চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদরে এ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৬ হাজার মেট্রিক টন।

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার ৩১০ জন চালকল মালিক তাদের বরাদ্দ পাওয়া চাল সংশ্লিষ্ট খাদ্যগুদামে প্রতি কেজি ৩৬ টাকা মূল্যে সরবরাহ করবেন।

এ সম্পর্কিত আরও খবর