ঢাকা ১৪ আসনের ধানের শীষ প্রার্থী সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু। অন্য আসনের বিএনপির প্রার্থীদের মত তিনিও নির্বাচনে প্রচারণা শুরু করেছেন। তবে সাধারণ ভোটাররা বলছেন, মিছিল-মিটিংবিহীন এই দলটি রাতের আঁধারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। বিষয়টি বিএনপির পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে।
ঢাকার মিরপুর, শাহ-আলী ও দারুস সালাম থানা, রূপনগর থানার আংশিক এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা-১৪ আসন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত।
রোববার (১৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট আসনের একাধিক ওয়ার্ড ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এতথ্য পাওয়া যায়।
ভোটাররা বলছেন, নির্বাচনের প্রথম থেকে আওয়ামী লীগের মধ্যে নির্বাচনী উৎসব বিরাজ করছে। তারা রাস্তা ঘাটে বিভিন্ন ধরনের লিফলেট প্রচার করে আসছে। ছোট ছোট একাধিক মিছিল দেখা যায় কিন্তু সে তুলনায় বিএনপি'র কোনো নেতাকর্মীকে নির্বাচনী প্রচারণায় আসতে দেখা যায়নি। কিন্তু রাতে মাঝে মাঝে বিএনপি সমর্থিত একাধিক দল ভোট চাইতে আসে বলে তারা জানায়।
মিরপুর মাজার রোড মোড়ের দোকানদার মোকছেদ আলী বার্তা২৪.কমকে বলেন, রাত ৯ টার পর ৫/৭ জনের একটা দুইটা দল ধানের শীষের ভোট চাইতে আসে। দিনে ধানের শীষের মানুষ না দেখা গেলেও নৌকা মার্কার গান বাজে, মিছিল হয়। সকালে ছেলেদের মিছিল হলে, বিকালে মেয়েদের মিছিল হয়।
এদিকে সরেজমিনে দেখা যায়, এলাকার আনাচে-কানাচে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসলামুল হকের পোস্টার ছেয়ে গেছে। নির্বাচনী ক্যাম্পেইন করছে স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনের প্রচারণা সুবিধার্থে অস্থায়ী ক্যাম্প গড়ে তুলেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডে একাধিক ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেক ইউনিটে একটি করে ক্যাম্প আছে। যে ক্যাম্পে একজন সভাপতি নেতৃত্বে কয়েকজন করে কর্মী কাজ করছে।
ঠিক বিপরীত দিকে অধিকাংশ ওয়ার্ড ঘুরে দেখা যায়, বিএনপি সমর্থিত প্রার্থীর কোন পোস্টার চোখে পড়েনি। রাস্তাঘাটে স্থানীয় ভোটার ও দোকানদারদের জিজ্ঞেস করলে বিএনপির প্রচারণা সম্পর্কে তারা কোন কথা বলতে পারে না। তবে মাঝে মাঝে মাইক দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিএনপি বলে জানায় অনেকে।
মিরপুরের দিয়াবাড়ি রোডের কাঁচা বাজার আড়তে জননী বাণিজ্য ভাণ্ডারের মালিক, পিয়াল আহমেদ বার্তা২৪.কমকে বলেন, গ্রেফতার এড়াতে কৌশল করে নির্বাচনী প্রচারণা করছে বিএনপি। এই বাজারের দোকানদারদের কাছে প্রতিদিন বিএনপির লোকজন আসেন কর্মী সংগ্রহ করতে। তারা মিছিল মিটিং না করলেও লুকিয়ে লুকিয়ে ভোটের কাজ করে যাচ্ছে।
প্রচারণা বিহীন নির্বাচনের বিষয়ে জানতে চাইলে পুরোপুরি অস্বীকার করেননি বিএনপি প্রার্থী আবু বক্কর সিদ্দিক সাজু। তিনি বার্তা২৪.কমকে বলেন, আমাদের নেতা-কর্মীদের ওপর প্রতিনিয়ত হামলা করা হচ্ছে। আমাদেরকে পুলিশ কোন সাহায্য করছে না। আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ করেছি বিষয়টা।
এত বাধা বিপত্তির মাঝেও নির্বাচনী মাঠে প্রায় সহস্রাধিক নেতা-কর্মী প্রচার কাজে নিয়োজিত আছে। আমরা বাড়ি বাড়ি ঘুরে লিফলেট প্রচার করছি। নির্বাচনের পরিবেশ থাকলে আমরাই বিপুল ভোটে জয়ী হবো।
ধীরগতিতে নির্বাচনী প্রচারণার প্রসঙ্গে তিনি বলেন, আমি চাইনা নির্বাচনের আগেই সরকারের পাতানো ফাঁদে আমার সমর্থিতরা পা দেক। আমরা রাস্তায় বের হলে আমাদের প্রশাসন গ্রেফতার করছে। এর মানে আমরা প্রচারণা করছি না তা না, কিন্তু ঢাক ঢোল পিটিয়ে না। জনগণ আমাদের সঙ্গে আছে। ফলাফল আপনারা দেখতে পাবেন।