আচরণবিধি লঙ্ঘন, সিলেটের ২ প্রার্থীকে জরিমানা

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:08:33

আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের দুই প্রার্থীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা এ জরিমানা করেন।

জরিমান প্রদানকারী প্রার্থীরা হলেন- লাঙ্গল প্রতীকের মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এবং ডাব প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান।

জানা গেছে, নির্বাচনী পোস্টারে জাতীয় পর্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ছবির পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করায় ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এহিয়া চৌধুরীর সর্মথক একেএম দুলালের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে সকল পোস্টার খুলে ফেলার নির্দেশও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অপরদিকে চান্দভরাং সেতুর পাশে মোটরসাইকেলে পোস্টার লাগিয়ে শোডাউন করায় মুহিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমান করা হয়। মুহিবুর রহমানের সমর্থকদের কাছ থেকে এ জরিমানার টাকা আদায় করা হয়।

এ সম্পর্কিত আরও খবর