প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-17 23:17:24

 

রাজশাহীতে বিএনপি প্রার্থীরা সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার পদত্যাগ দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিএনপি প্রার্থীদের কর্মী-সমর্থকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি-ধমকি, মামলা দেয়াসহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে রাজশাহীর ছয় প্রার্থীর উদ্যোগে সংবাদ সম্মলেনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আমিনুল ইসলাম, রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের প্রার্থী আবু হেনা ও রাজশাহী-৬ আসনের প্রার্থী কারাবন্দী আবু সাইদ চাঁদের ছেলে রাকিব হাসান ওয়ালিদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর