মুক্তিযোদ্ধাদের মুজিব-কোট দিলেন উপজেলা প্রশাসন

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 23:08:43

বিজয় দিবস উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাটমোহরের বালুচর মাঠে আয়োজন করা হয় বিজয় উৎসবের। উৎসবে আসা প্রত্যেক মুক্তিযোদ্ধাকে রজনীগন্ধা দিয়ে বরণ করে নেওয়ার পর উপহার হিসেবে একটি করে মুজিব-কোট তুলে দেওয়া হয়।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম কুমার। বিজয় উৎসবে উপজেলার ৩৮ জন মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীকে বোরকা ও শাড়ী উপহারও দেওয়া হয়।

চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম মোজাহারুল হক বলেন, ‘দেশমাতৃকার টানে উজ্জীবিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সে সময় বড় বিজয় ছিল দেশ স্বাধীন হওয়া। দীর্ঘ ৪৭ বছর পর আবারও বিজয়ের পুরস্কার পেয়ে নিজেদের ধন্য মনে করছি।’

উপহার পাওয়া এক মুক্তিযোদ্ধার স্ত্রী বলেন, ‘স্বামী মারা যাবার পরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে স্বামীর অবদানের জন্য উপহার পাবো, এটা যে এক আলাদা আনন্দ।’

ইউএনও অসীম কুমার বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ, তা কখনো ভোলার নয়। পাকিস্তানি দোসরদের পরাজিত করে এ দেশ স্বাধীনতা পেয়েছে বলেই আজ আমি ইউএনও হতে পেরেছি। এটা যেমন গর্বের, তেমনি এটা আমার নৈতিকতার মধ্যেই পড়ে।’

এ সম্পর্কিত আরও খবর