রাজধানীর ভাটারায় জঙ্গি আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:06:38

রাজধানীর ভাটারার সাইদনগর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে বার্তা২৪কে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।

র‍্যাব সূত্রে জানা যায়, আটক জঙ্গি সদস্যের নাম বোরহান। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি ইউনিটের প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।

র‍্যাব জানায়, গতকাল (১৭ ডিসেম্বর) রাতে র‌্যাবের একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০৮ সাল হতে রাজধানীর বাড্ডা কেন্দ্রিক জামায়াতুল মুসলিমীন নামে একটি উগ্র মনোভাবাপন্ন সংগঠনের সমর্থক ছিলেন বোরহান। পরবর্তীতে ২০১০ সালে তিনি জসিম উদ্দিন রহমানির অনুসারী হিসেবে আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করেন। ২০১৩ সালে জসিম গ্রেফতারের পর বোরহান সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন।

বোরহানের দেওয়া তথ্যমতে, আনসারুল্লাহ বাংলা টিমের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সংগঠনের সদস্যদের দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে।

রাজধানীর জুরাইন কেন্দ্রিক একটি দলের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।

আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনায় জুড়াইন এলাকায় একাধিক গোপন বৈঠক করেছেন বলে তিনি স্বীকার করেন।

এ সম্পর্কিত আরও খবর