৮২তম জন্মদিনে অনশনরত লতিফ সিদ্দিকী

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 00:07:33

নির্বাচনী প্রচারণায় হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে আমরণ অনশনরত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর আজ মঙ্গলবার ৮২তম জন্মদিন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) অনশনের তৃতীয় দিন লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়লে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে টাঙ্গাইল জেলা প্রশাসন। বোর্ডের সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল নই। আমার দাবি মেনে নেওয়া হোক, না হলে মরে গেলেও অনশন ভাঙবো না।’

লতিফ সিদ্দিকীর সহধর্মিনী ও সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী বলেন, ‘আজ ওনার (লতিফ সিদ্দিকী) ৮২তম জন্মদিন, জন্মদিনেও তিনি অনশন করছেন। ওনার হার্টে আগেই দুইটা রিং পড়ানো আছে। উচ্চ রক্তচাপসহ আরো অসুখ রয়েছে। ওনি তিন বেলা খাবারের আগে-পরে নিয়মিত ওষুধ খান। অনশন করার পর থেকে কিছুই খাচ্ছেন না।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকী জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। তার গাড়িবহরে হামলা করায় তিনি ওসির অপসারণ চেয়ে তিন দিন ধরে আমরণ অনশন করছেন- এটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত লজ্জার।’

এদিকে মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. মোফাজ্জল হোসেন বলেন, ‘মঙ্গলবার দুপুরে লতিফ সিদ্দিকীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। বোর্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে। ওষুধ দেওয়া হলেও তিনি খাচ্ছেন না। ফলে শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।’

গত ১৬ ডিসেম্বর দুপুরে কালিহাতীর গোহালিয়াবাড়িতে লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থী হাছান ইমাম খানের কর্মী-সমর্থকরা হামলা ও গাড়ি ভাঙচুর করেন।

এতে লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িসহ চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবাদে রোববার দুপুর পৌনে তিনটার দিকে ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়ে তিন দফা দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন লতিফ সিদ্দিকী।

দাবি পূরণে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় পরবর্তীতে আমরণ অনশনের ঘোষণা দেন লতিফ সিদ্দিকী। তীব্র শীত আর মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে তাঁবু ঘেরে অবস্থান নেন তিনি।

মঙ্গলবার ভোরে মুষলধারে বৃষ্টি শুরু হলে তাঁবুর ভেতর পানি পড়তে থাকায় লতিফ সিদ্দিকীকে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় নেওয়া হয়। বিকালে সেখান থেকে তাকে পাশের একটি খোলা টিনসেডে স্থানান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর