ড. কামালকে বর্ণচোরা বললেন চবি ভিসি

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:05:39

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে বর্ণচোরা বলে আখ্যায়িত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা বলে তিনি (ড. কামাল) স্বাধীনতা বিরোধী ও ঘাতকদের নিয়ে শহীদ বুদ্ধিজীবিদের সমাধিতে গেছেন। ৪৮ বছরে এসব বর্ণচোররা বিভিন্ন গ্রুপ নিয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে সব দেশবিরোধী শক্তি বর্ণচোরা ও স্বাধীনতা বিরোধীরা এক হয়েছে।’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগর ভবন চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড.কামাল হোসেনের উদ্দেশ্যে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘১৯৭৫-এর পর তিনি কেনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার চাননি। এখন খালেদা জিয়ার মুক্তি চান। তিনি কাদের লোক, আজ পরিষ্কার হয়ে গেছে। ওরা সবাই একই সূত্রে গাঁথা। কোনো ষড়যন্ত্রই আর কার্যকর হবে না। ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে সব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবে বাংলাদেশের সাধারণ জনগণ।’

ড. কামাল সাংবাদিকদের তিরস্কার করেছেন, হুমকি দিয়েছেন এবং তাদের সঙ্গে সন্ত্রাসীর ভাষায় আচরণ করেছেন উল্লেখ করে চবি ভিসি বলেন , ‘বর্ণচোরা ড.কামালের মুখোশ উম্মোচিত হয়েছে দেশের জনগণের কাছে। আওয়ামী লীগের ভেতর থেকে বাংলাদেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করেছেন। বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার, তার ভূমিকা নিয়ে আর কোনো সন্দেহ নেই।’

প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে খোরশেদ আলমের সঞ্চালনায় বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, সাংবাদিক সুজিত কুমার দাশ, আবৃর্ত্তি সংগঠক রাশেদ হাসান, ছড়াকার ও লেখক আ ফ ম মুদাচ্ছের আলী, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর