চট্টগ্রামে বৃষ্টিতে নির্বাচনী প্রচারণায় বাধা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:47:18

ঘূর্ণিঝড় ‘পিথাইয়ে’র প্রভাবে চট্টগ্রাম নগরে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে বাধার মুখে পড়েছে নির্বাচনী প্রচারণা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম নগরে টানা দুই ঘণ্টার বৃষ্টি হয়। ফলে প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকরা নিজ বাসায় ফিরে যেতে বাধ্য হন।

জানা গেছে, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বৃষ্টিতে আটকা পড়েন বাকলিয়া এলাকায়। ওই এলাকায় অন্য একটি অনুষ্ঠানে অংশগ্রহণ না করেই বাসা চলে আসেন তিনি।

নওফেল বার্তা২৪.কমকে বলেন, ‘বৃষ্টিতে সমস্যার সৃষ্টি হয়েছে। যে সব এলাকায় যেতে পারিনি সেখানে কাল (১৯ ডিসেম্বর) যাবো।’

বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বার্তা২৪.কমকে বলেন, ‘নগরে বৃষ্টির মধ্যে বিএনপির কোনো নেতাই প্রচারণা চালাতে পারেননি। আগামীকাল (১৯ ডিসেম্বর) আবহাওয়া ভালো থাকলে আবার প্রচারণা চলবে।’

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ছৈয়দা মিনি পারভিন বার্তা২৪.কমকে বলেন, ‘বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় পিথাই ভারত উপকুলের দিকে সরে গেছে। তবে পিথাই বঙ্গোপসাগরে লঘুচাপ আকারে বিরাজ করছে। এতে আগামীকালও (১৯ ডিসেম্বর) বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দর গুলোকে ৩নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

পিথাইয়ের প্রভাবে চট্টগ্রামসহ আশপাশ এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর