অস্ত্রসহ বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী আটক

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-06 08:03:03

মেহেরপুরের গাংনীতে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া পুলিশের ভিন্ন আরেকটি অভিযানে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে হাড়াভাঙ্গা গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বৈঠকে নাশকতার ছক আঁকার সময় তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২টি শুটার গান, চার রাউন্ড গুলি, বোমা তৈরির এক কেজি গান পাউডার ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, 'হাড়াভাঙ্গা এসকেআরএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত রাত সাড়ে এগারটার দিকে নাশকতার বৈঠকে হানা দেয় পুলিশ। এসময় ১৯ জনকে গ্রেফতাতের পাশাপাশি অস্ত্র, গুলি, গান পাউডার ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে নাশকতার মামলা দায়ের করে মেহেরপুর আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।'

অপরদিকে সদর থানা পুলিশের অভিযানে নাশতকতার সাথে জড়িত থাকার সন্দেহে আরও ৬ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। তবে মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে দাবি জানিয়েছেন সেখানকার বিএনপি প্রার্থী।

এদিকে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, 'নাশকতার ঘটনার সাথে জড়িত সন্দেহে সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৬ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।' 

এ প্রসঙ্গে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বলেন, 'গতরাতে আমার গাংনী অফিসের সামনে থেকে কয়েকজনকে এবং বেশ কয়েকজনকে বিভিন্ন এলাকা থেকে আটক করে পুলিশ। মিথ্যা নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে নির্বাচনে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা হচ্ছে।'

 

এ সম্পর্কিত আরও খবর