নারায়ণগঞ্জের দগ্ধ পরিবারের মা ও মেয়ের মৃত্যু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 09:24:55

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মা ও মেয়ে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে মা মেয়ে দুজনের মৃত্যু হয়। ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন।

জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান ছায়া রানী (৬০) ও সকাল সাড়ে ১০ টার দিকে মেয়ে সুমিত্রা (২৬) মারা যান।

চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছায়া রানীর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। এদিকে সুমিত্রার শরীরের ৬৫ শতাংশই পুড়ে যায়।

উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) ভোরে শিবু মার্কেট এলাকার হকবাজারে চারতলা ভবনের তিনতলায় গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন দগ্ধ হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। তারা পোশাক কারখানার শ্রমিক। তারা এই বাড়িতে ভাড়া থাকেন।

ভোরে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালালে ঐ আগুন ঘরে ছড়িয়ে যায়। অন্য ৭ দগ্ধরা হলেন, শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী শ্রীমতী অর্চনা (৩২), তাদের সন্তান অনামিকা (১৫) ও অর্পিত (৯), ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০) এবং বোনের স্বামী নারায়ণ চন্দ্র (৩৫)।

এ সম্পর্কিত আরও খবর