নির্বাচিত হলে জনগণকে নিয়ে কাজ করব: নওফেল

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-24 13:30:53

নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে কাজ করবেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, 'জনগণের সংশ্লিষ্টতা রেখেই সরকারি সব প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। এতে জনগণের কাছে জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত হয়। জনগণও উন্নয়নের ফলে খুশি থাকে।'

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আওয়ামী লীগের ইশতেহারে চট্টগ্রামের উন্নয়ন ও নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি চট্টগ্রামের উন্নয়নে ৫টি পরিকল্পনার কথা তুলে ধরেন।

নওফেল বলেন, 'দেশের মানুষের ভাগ্য বদলের ইশতেহার দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই ইশতেহারে পাশাপাশি আমারও কিছু কর্ম পরিকল্পনা আছে। আমি নির্বাচিত হলে, সংসদে আইন প্রণয়ন করা। আইনি সংস্থার জবাবদিহিতা করা, ক্রয়ে স্বচ্ছতা, উন্নয়ন প্রকল্পগুলোর সাথে জনগণকে সংশ্লিষ্ট করব। নিজ নিজ নাগরিক মৌলিক অধিকারের সুব্যবস্থা করব। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করব।'

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, 'একটি বার্তা দিতে চাই, আমি রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা আমি করব না। চট্টগ্রামের সবাই আমার সিনিয়র। আমি আমার সিনিয়র নেতাদের সাথে নিয়ে তাদের পরামর্শ মতো কাজ করব।'

চট্টগ্রামের তিন সংস্থার উন্নয়নের কথা উল্লেখ করে নওফেল বলেন, 'চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি করপোরেশন, ওয়াসা সবার সাথে আমি সমন্বয় করব।
আমি সবাইকে নিয়ে মিলে মিশে কাজ করব। চট্টগ্রাম নিয়ে মহা পরিকল্পনা আছে।'

নারীর ক্ষমতায়ন নিয়ে তরুণ এ নেতা বলেন, 'নারীরা এখনো পিছিয়ে। নারীর ক্ষমতায়ন করতে হবে। শিক্ষায় নারীরা এগিয়ে কিন্তু কর্মে নারীরা পিছিয়ে। কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়ানো হবে।'

ধর্মীয় দিক থেকে চট্টগ্রাম বিচিত্র উল্লেখ করে নওফেল বলেন, 'সকল ধর্মীয় প্রতিষ্ঠান এ নগরে আছে। কোন ধর্মে নারীকে অবজ্ঞা করেনি। সকল ধর্ম মিলে মিশে কাজ করব। ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করব। বৈচিত্রতা আমাদের এগিয়ে যাবার শক্তি। চট্টগ্রাম প্রাকৃতিক ভাবেও আমরা বৈচিত্র।'

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম রাষ্ট্রীয় ধরনের কারণে পিছিয়ে পড়ছে জানিয়ে নওফেল বলেন, 'বন্দরের মামলা নিয়ে ঢাকায় যেতে হয়, স্টক এক্সচেঞ্জ এর সিকিউরিটি সংস্থা ঢাকায়। আদালতের অনেক বিচার প্রার্থীকে ঢাকায় যেতে হয়। সবমিলিয়ে, এখানকার মৌলিক অধিকার নিয়ে কাজ করব। এ বিষয়টি আমি জাতীয় সংসদে গেলে বিকেন্দ্রীকরণ নিয়ে কথা বলব। বিশেষ আদালত চট্টগ্রামে থাকতে হবে। যে সমস্ত সংস্থার হেড অফিস চট্টগ্রামে নেই। সে গুলো চট্টগ্রামে আনার ব্যবস্থা করব।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবকাঠামোগত উন্নয়ন করেছে। তিনি বলেন, 'হার্ডওয়ার থাকলে হবে না সফটওয়ার ও থাকতে হবে। চট্টগ্রামে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন প্রধানমন্ত্রী। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে আদর্শিক বিবেচনায় কাজ করব। আমার বাবা সেই শিক্ষা দিয়েছেন। আমার বাবা রাজনীতির স্বার্থে কোন আপোষ করেননি। আমি সে ভাবেই এগিয়ে যাব।'

এ সম্পর্কিত আরও খবর