সিলেটে মোল্লা ডাকাত গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-09-16 12:55:57

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোল্লা ফজলুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্টের কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।

গ্রেফতার মোল্লা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের আখমল আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে তার নিজের বাড়িতে অভিযান চালিয়ে ফজলুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর