২৪ ডিসেম্বর এর মধ্যে সকল বৈধ অস্ত্র জমার নির্দেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 16:11:57

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ২৪ ডিসেম্বরের মধ্যে সকল বৈধ লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায়/ট্রেজারিতে জমা করার নির্দেশ দিয়েছেন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-৪ এর উপসচিব আব্দুল জলিল স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ প্রদান করা হয়।

আদেশে আরও বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি দফতর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, যারা এই আদেশ লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক আদেশে ২১ ডিসেম্বর হতে ১ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত সকল ধরণের বৈধ অস্ত্রের মালিক বা লাইসেন্সধারীগণ অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর