‘ভিক্ষা চাই না, চাকরি চাই’

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম | 2023-08-16 19:07:28

‘ভিক্ষা চাই না, চাকরি চাই, অধিকার চাই’ এ স্লোগানে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। জেলা প্রশাসকের কাছে এ সংক্রন্ত একটি স্বারকলিপিও দেয়া হয়।

মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলার পৌর শহরের চকপাড়া হরিজন কলোনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে হরিজন জনগোষ্ঠীর শিশুসহ শতাধিক নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি কাজল হরিজন, সহসভাপতি বাদল রজক, সাধারণ সম্পাদক রতন বাজপাই ও যুগ্ম সম্পাদক অনিক রজক।

এসময় বক্তারা সরকারের নির্দেশনা অনুযায়ী চাকরিতে ঝাড়ুদার, পরিচ্ছন্নতাকর্মী ও সুইপার পদে নিয়োগের ক্ষেত্রে জাত হরিজনদের জন্য নির্ধারিত ৮০ শতাংশ কোটা বাস্তবায়নের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মঈনউল ইসলামের কছে জাত হরিজন গোষ্ঠীর দাবি সম্বলিত স্বারকলিপি তুলে দেন হরিজন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর