বগুড়ায় বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম | 2023-04-28 00:35:26

বগুড়ার সোনাতলায় ধানের শীষের কর্মী সমর্থকদের সঙ্গে নৌকার কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। এতে বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মামলা বিষয়টি বার্তা২৪কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২১ডিসেম্বর) মামলা দুইটি থানায় রেকর্ড করা হয়েছে। পাকুল্যা ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জুলফিকার মাহমুদ শান্ত বাদী হয়ে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ শতাধিক এবং আওয়ামী লীগ নেতা আতোয়ার রহমান গেদা বাদী হয়ে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৬০০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

দুটি মামলায় শুক্রবার দুপুর পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ডিসেম্বর) সোনাতলা উপজেলার চড়পাড়া বাজারে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এ সময় ১৫টা মোটরসাইকেলে আগুন দেয়া হয় এবং নৌকার কয়েকটি অফিস ভাঙচুর করে ধানেশীষের কর্মী সমর্থকরা। এঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।

পুলিশ ও বিজিবি টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তিন ঘণ্টাব্যাপী চেষ্টা করে সংর্ঘষ নিয়ন্ত্রণে আনে।

এ সম্পর্কিত আরও খবর