টানা ৩ দিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ী-ঢাকা রুটের বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বিশেষ করে নারী-শিশু ও বৃদ্ধরা বেশি বিপাকে পড়েছেন।
সোমবার (২ অক্টোবর) ভোর থেকে এই রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ ঘোষণা করেন রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ।
বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে বালিয়াকান্দি বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঢাকা যাওয়ার জন্য সপরিবারে দাঁড়িয়ে রয়েছেন একজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। কিন্তু রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকায় তিনি সরাসরি কোন পরিবহন পাচ্ছেন না। উপায়ন্তর না পেয়ে তিনি পরিবারসহ রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন মাহেন্দ্রায়।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বার্তা২৪.কমকে বলেন, কি করবো বুঝতে পারছি না। শিশুদের নিয়ে কিভাবে ঢাকা যাব? আজ (৪ অক্টোবর) আমার ছুটি শেষ। ঢাকা যেতেই হবে। তাই ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছি। আমার সাথে রয়েছে নারী ও শিশু। তারপর আবার গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বুঝতে পারছি আজ চরম ভোগান্তিতে পড়তে হবে।
জানা গেছে, ফরিদপুরের গোল্ডেন লাইন বাসের সাথে দ্বন্দ্বের জেরে এই রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি সূত্র জানায়, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ফরিদপুর গোল্ডেন লাইনের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের সিদ্ধান্ত দেয়। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতিদিন দুটির পরিবর্তে পাঁচ থেকে ছয়টি বাস তারা চালাতে থাকে।
এক পর্যায়ে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ গোল্ডেন লাইনের বাস থেকে যাত্রীদের নামিয়ে খালি বাস ঢাকায় পাঠিয়ে দেন। এরই জের ধরে গোল্ডেন লাইনের শ্রমিকরা রোববার (১ অক্টোবর) গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সকল বাস কাউন্টার বন্ধ করে দেন। পাল্টাপাল্টি এ ঘটনায় সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ বাস চলাচল বন্ধ করে দেন।
দ্রুতই এর একটি সমাধান চেয়ে সাধারণ যাত্রীরা বলেন, ইনাদের দ্বন্দ্বে আমরা কেন ভোগান্তিতে পড়ব। গোল্ডেন লাইন যদি নিয়ম মেনে বাস চালায়, তাহলে সমস্যা কি? যত বাস চলবে তত যাত্রীরা উপকৃত হবে। আমরা চাই- দ্রুতই প্রশাসন এর একটি সমাধান করে দিবেন।