বগুড়ার সাতটি নির্বাচনী এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করে অশান্ত করে তুলছে বলে দাবি করেছে বগুড়া জেলা বিএনপি।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
নির্বাচন পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন তফসিল হওয়ার পরে নতুন করে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হবে না। কিন্তু বাস্তবে কি হচ্ছে? বগুড়ার নির্বাচনী এলাকাগুলোয় ধানের শীষের কোনো প্রার্থীকে ঢুকতে দেয়া হচ্ছে না। কর্মীদের কাজ করতে দেয়া হচ্ছে না ‘
তিনি আরও বলেন, ‘নির্বাচন হওয়ার কথা শান্তিপূর্ণ পরিবেশে, কিন্তু বগুড়ায় পুলিশ ও আওয়ামী লীগের অত্যাচারে নেতাকর্মীরা আজ ঘর ছাড়া। কর্মীদেরকে প্রচারণায় নামতে দেয়া হচ্ছে না। পোস্টার লাগালে ছিড়ে ফেলা হচ্ছে। গায়েবি হামলা দেখিয়ে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দেয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। এ কারণে আমরা নির্বাচনী মাঠে আছি শেষ দিন পর্যন্ত থাকবো। জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে। জীবন দিয়ে হলেও জনগণ ভোটের অধিকার রক্ষা করবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া-১ আসনের প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, বগুড়া-৩ আসনের প্রার্থী মাসুদা মোমিন, বগুড়া-৪ আসনে প্রার্থী মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ প্রমুখ।