কোটালীপাড়ায় মানবতার দেওয়াল উদ্বোধন

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-31 22:47:15

অসহায় শীতার্ত মানুষরে জন্য এই প্রথম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উদ্বোধন করা হল মানবতার দেওয়াল। যেখানে যে কেউ নতুন বা পুরনো কাপড় রেখে যেতে পারেন। প্রয়োজন হলে সেখান থেকে নিয়েও যেতে পারবেন।

শনিবার (ডিসেম্বর) সকালে উপজেলা পরষিদ চত্ত্বরে জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে স্থাপিত এ মানবতার দেওয়াল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র দাম, জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক জাহিদুল ইসলাম দাড়িয়া, পাঠাগারটির সভাপতি সুশান্ত মন্ডল, সাবেক সভাপতি আলী আক্কাস শেখ লিটনসহ পাঠাগারের সদস্যরা।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, ‘এই মহতি উদ্যোগ গ্রহণ করতে পারায় আমরা আনন্দিত। এ উদ্যোগ আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখেছি। সেই আলোকে আমরা কোটালীপাড়ায় এ মানবতার দেওয়াল তৈরি করেছি। আমরা সমাজের বিত্তবানদের আহ্বান জানাবো আপনারা আপনাদের অপ্রয়োজনীয় শীতবস্ত্র গুলো এখানে রাখুন। তাতে অসহায় শীতার্থ মানুষগুলো উপকৃত হবে।’

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, ‘মহতি এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এখান থেকে গরীব শীতার্থ মানুষ উপকৃত হবে।’

এ সম্পর্কিত আরও খবর