বিড়ালটি অবশেষে উদ্ধার হলো

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-31 03:23:22

বাড়ির পোষা বিড়ালটি চার তলা বাড়ির ছাদ থেকে পা ফসকে পাশের বাড়ির তিন তলার কার্নিশে পড়ে গিয়েছিল। শুক্রবার (২১ ডিসেম্বর) থেকে বিড়ালটি সেই কার্নিশেই ছিলো। শেষ পর্যন্ত দমকল বিভাগের কর্মীদের সহযোগিতায় বিড়ালটি উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিড়ালটিকে উদ্ধার করা হয়। রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাহাঙ্গীর হোসেনের পোষা বিড়ালটি শুক্রবার বিকালে একই এলাকার বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার (লে: কর্ণেল) মইনুল ইসলামের চারতালা বাড়ির ৩য় তলার কার্ণিশে পড়ে যায়। শুক্রবার থেকে বিড়ালটি সেখানেই ছিলো।

বাড়ির সদস্যরা অনেকভাবে বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। অবশেষে ডাকা হয় দমকল বিভাগকে। শনিবার  রাত সোয়া ৭টার দিকে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

লিডার নুরুন্নবীর নেতৃত্বে দমকল বিভাগের দলটি ১৫ মিনিট চেষ্টার পর বিড়ালটিকে উদ্ধার করে। পরে বিড়ালটিকে তার মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর