পঞ্চম ও অষ্টম শ্রেণী সমাপনী ফল প্রকাশ হবে সোমবার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:00:33

পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল সোমবার (২৪) প্রকাশিত হবে।

রোববার(২৩ ডিসেম্বর) দুপুরে দুই মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক  বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করে।

এদিন দুপুর ১২টার দিকে সচিবালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আর দুপুর ১ টার  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে  প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ফল ঘোষণা করবেন গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

এর আগে সকাল ১০টায় দিকে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন দুই মন্ত্রী বলেও জানা গেছে।

গত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত জেএসসি-জেডিসি পরীক্ষায়  ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর পরে ১৮ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী।

 

এ সম্পর্কিত আরও খবর