ঢাকা-১: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ভ্যানে হামলার অভিযোগ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-24 19:34:11

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামের প্রচারণা ভ্যানে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালমা ইসলামের পক্ষে প্রচারণাকারী ৭ বাউল শিল্প আহত হয়েছেন বলেও অভিযোগ উঠছে।

রোববার (২৩ ডিসেম্বর) ঢাকা-১ আসনের দোহার উপজেলায় এ ঘটনা ঘটে।

সালমা ইসলামের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, একটি ভ্যানে সাত জন বাউল শিল্পী গান গেয়ে সালমা ইসলামের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন৷ কিন্তু এ সময় কে বা কারা হঠাৎ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ৭ বাউল শিল্পকে মারধর করে আহত করেন এবং নির্বাচনী প্রচারণার জিনিসপত্র ভেঙে নষ্ট করে ফেলে দেয়।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদুল ইসলাম বার্তা২৪কে বলেন, আসলে বিষয়টিকে নিয়ে একটু বিভ্রান্তি ছড়িয়েছে। তাদের ওপর কোনও হামলা হয়নি। তারা গান বাজিয়ে প্রচারণা চালাচ্ছিল। বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় স্থানীয় লোকজন তাদের প্রচারণায় বাধা দেয়।

তিনি আরও বলেন, এ সময় তাদের ভ্যান থেকে নামানোর সময় তারা কিছুটা আঘাত পান। তবে কেউ হামলা করেনি, তারা এখন ঠিক আছেন।

নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা অবস্থা ঠেকাতে দোহার থানা পুলিশ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর