‘শেখের বেটির নৌকায় ভোট দিতে হবি বা রে’

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪ | 2023-09-01 21:16:23

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার মানিক চাঁদ (৩৩)। প্রচারনা শুরুর পর থেকেই গলায় কাঠের নৌকা ঝুলিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। হেঁটে যাচ্ছেন বাজার থেকে গাঁয়ে। একেক এলাকায় একেক দিন প্রচারনা।

রোববার (২৩ ডিসেম্বর) এমন প্রচারনা চালাতে গিয়ে মানিক চাঁদ উপস্থিত হন মুণ্ডুমালা বাজারে। পরনে লুঙ্গি ও গেঞ্জি। গলায় ঝোলানো কাঠের নৌকা। নৌকার ছইয়ে দেশের পতাকা আঁকা। সাধারণ মানুষের ভিড় জমে তাকে নিয়ে।

মানিক চাঁদ মাঝে মাঝে স্লোগান দিয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। মানিক চাঁদ বলেন, শেখের বেটির নৌকায় ভোট দিতে হবি বা রে। ফারুক চৌধুরী সৎ মানুষ। তাই তাকেই এমপি করা লাগবি বা রে। এলাকার উন্নয়ন হবি।

তার এমন হাক-ডাকে মুগ্ধ হয়ে তার প্রচারণাই দেখছেন সাধারণ মানুষ। জড়ো হচ্ছে উৎসক জনতাও। সে গোদাগাড়ী উপজেলার সরমংলা গ্রামের রজব আলীর ছেলে।

মানিক চাঁদের প্রচারণা দেখছিলেন সোমবার মুণ্ডুমালা হাটে কয়েকশ মানুষ। এর মধ্যে বাঁধাইড় গ্রামের ৬০ বছর বয়সী আব্দুর রহিম ছিলেন।

আব্দুর রহিম জানান, নির্বাচনকালে সবাই সব রকম প্রচারণা চালালেও মানিক চাঁদের নৌকা গলায় ঝুলিয়ে হাট-বাজারে প্রচারণা বেশ ভাল লেগেছে তার।

মানিক চাঁদ জানান, ‘ছোটত থেকেই নৌকার প্রতি ভালবাসা বা রে। ট্যাকা দিয়ে এমনটা করছু না। নৌকার প্রতি ভালোবাসাত থ্যাকি করুছু বা রে’। 

চলে যাওয়ার সময় নেতাদের মতো হাত উচিয়ে সাধারণ ভোটারদের প্রতি মানিক চাঁদ আহ্বান করে বলেন, ‘নৌকাত ভোটটা দিস বা রে।’

এ সম্পর্কিত আরও খবর