রাজশাহীতে জেএসসিতে পাশের হার ৯৪.৫৭

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 11:12:23

 

রাজশাহী শিক্ষাবোর্ডে জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে  ১৪ হাজার ৬৩৮ জন। পরীক্ষার্থী সংখ্যা ছিলো ২ লাখ ৫৩ হাজার ২২১ জন। যার বিপরীতে পাশ করেছে ২ লাখ ৩৩ হাজার ৫৬৯ জন।

গত কয়েক বছরের তুলনায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে। এ গত বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯৫ দশমিক ৫৪ শতাংশ। ২০১৬ সালে পাসের হাল ছিল ৯৭ দশমিক ৬৮ শতাংশ ও ২০১৫ সালে ছিল ৯৭ দশমিক ৪৭ শতাংশ।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ ফল প্রকাশ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, রাজশাহী মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব তরুণ কুমার সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রাং, বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায় প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর